গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৩ জুন ২০২২
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নুরজাহান (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখেন তার স্বামী।

সোমবার (১৩ জুন) দুপুরে উপজেলার দয়াকান্দা এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নুরজাহান দয়াকান্দা গ্রামের সুরুজ মিয়ার মেয়ে ও একই গ্রামের রফিক মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে রফিক মিয়া পলাতক।

নিহত নুরজাহানের ভাই মো. ডালিম জানান, প্রায় ২০ বছর আগে পারিবারিকভাবে রফিকের সঙ্গে তার বোনের বিয়ে হয়। তাদের সংসারে ১৭ বছরের একটি ছেলেসন্তান আছে। সম্প্রতি রফিক প্রতিবেশী এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানতে পেরে নুরজাহান প্রতিবাদ করেন। এ নিয়ে রফিকের সঙ্গে তার প্রায়ই বাগবিতণ্ডা হতো। এমনকী মারধরও করতেন।

মো. ডালিম বলেন, ‘রফিক আমার বোনকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছেন। আমরা তার বিচার চাই।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হওলাদার বলেন, ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।