ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ২০ মণ আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য বিশেষ উপহার হিসেবে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহারের ৮০০ কেজি (২০ মণ) আম্রপালি আম পাঠানো হয়।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পিকআপভ্যানে আমগুলো আখাউড়া স্থলবন্দরে আসে। ১৬০টি কার্টনে আসা ৮০০ কেজি আমের সবগুলোই আম্রপালি জাতের ছিল। আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে আমগুলো হস্তান্তর করা হয়। হাইকমিশনার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমগুলো পৌঁছে দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মাহমুদ এবং প্রথম সচিব মো. আসাদুজ্জামান, আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জাকারিয়া প্রমুখ।
সহকারী হাইকমিশনার আরিফ মাহমুদ জাগো নিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রী নিয়মিত বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও বন্ধু রাষ্ট্রের প্রেসিডেন্টসহ আপনজনদের জন্য আম-ইলিশ মাছসহ নানান উপহারসামগ্রী পাঠান। এ বছরও প্রধানমন্ত্রী তার এই উপহার প্রদান অব্যাহত রেখেছেন। এ বছর ত্রিপুরায় আম পাঠিয়েছেন। আমি তা গ্রহণ করেছি।’
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম