যাত্রীবেশে অটোরিকশায় ছিনতাই, আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:২২ এএম, ১২ জুলাই ২০২২
ছিনতাইয়ের অভিযোগে আটক তিনজন

যাত্রীবেশে ছিনতাই শেষে সিএনজিচালিত অটোরিকশা থেকে এক কিশোরকে ফেলে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করেছে এলাকাবাসী।

সোমবার (১১ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুউড়ায় এই ঘটনা ঘটে।

এসময় জব্দ করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অটোরিকশা। পরে রাত পৌনে ১১টার দিকে আটক তিনজনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন, ইদ্রিস মিয়ার ছেলে রিফাত মিয়া (১৮), মৃত হেলাল উদ্দিনের ছেলে সাইমন (১৮) ও আব্দুল কুদ্দুসের ছেলে ইমরান ওরফে ইমতাজ (১৭)।

সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জালাল উদ্দিন জাগো নিউজকে জানান, রাত ৮টার দিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গোকর্ণঘাট বাজার থেকে একটি অটোরিকশায় ওঠেন আরিফুল ইসলাম। চালক ছাড়াও অটোরিকশাতে আগে থেকে পেছনের আসনে দুজন ও সামনে একজন ছিলেন।

অটোরিকশাটি কিছুদূর যাওয়ার পর যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা আরিফের গলায় ছুরি ধরে তার কাছ থেকে প্রায় পাঁচ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে নেয়।

এরপর সিএনজিটি সিন্দুউড়া এলাকায় পৌঁছলে আরিফকে ফেলে দেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এসময় তার চিৎকারে লোকজন ধাওয়া করে ওই তিনজনকে আটক করে।

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।