সাড়ে ৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাড়ে সাত ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে বিজয়নগরের মুকুন্দপুর সেকশনে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জাগো নিউজকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যায়। দীর্ঘ সাড়ে সাত ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক হলো।
আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/এএসএম