দর্শনার্থীর ঢল আরশিনগরে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১৩ জুলাই ২০২২
সন্তানদের নিয়ে আরশিনগর পার্কে আসছেন অভিভাবকরা

আরশিনগর চট্টগ্রামের মিরসরাই উপজেলার একমাত্র বেসরকারি বিনোদন পার্ক। ছোটবড় সবার পছন্দের এ পার্কটিতে ঈদের ছুটিতে দর্শনার্থীদের ঢল নেমেছে। আশপাশের জেলা ও উপজেলা থেকে এখানে আসছেন তারা।

দর্শনার্থীর ঢল আরশিনগরে

বুধবার (১৩ জুলাই) ঈদের চতুর্থ দিনেও টিকিটের লাইনে দীর্ঘ সারি দেখা গেছে। পার্কের বিশাল ফ্যান্টাসি গেটে প্রবেশের পর বড় বড় দুটি জিরাফ দাঁড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছে। আরেকটু ভেতরে গেলে দেখা যাবে মোটু-পাতলুর ভাস্কর্য যেটা দেখামাত্র শিশুরা দাঁড়িয়ে যায়। আছে সুন্দর একটি টয় ট্রেন, হাতি ও ঘোড়া সজ্জিত মেরিগোল্ড, একটি সাম্পান, জাম্পিং বক্স। সন্তানদের নিয়ে এসব রাইডের সামনে আনাগোনা করছেন অভিভাবকরা।

দর্শনার্থীর ঢল আরশিনগরে

সীতাকুণ্ডের বড় কুমিরা থেকে ভাগনে-ভাগনিকে নিয়ে এসেছেন দুবাই প্রবাসী মো. আবুল বাশার। তিনি জাগো নিউজকে বলেন, সুন্দর একটি বিনোদন পার্ক। এটি না থাকলে চট্টগ্রাম ঘুরতে যাওয়া লাগতো।

দর্শনার্থীর ঢল আরশিনগরে

আরশিনগরে ঘোরাঘুরির পর দর্শনার্থীরা ব্যস্ত থাকেন কেনাকাটায় ও খাওয়া দাওয়ায়। যার সবকিছু আরশিনগর ফিউচার পার্কে পাওয়া যায়।

দর্শনার্থীর ঢল আরশিনগরে

আরশিনগর ফিউচার পার্কের স্বত্বাধিকারী নাসির উদ্দিন দিদার জাগো নিউজকে বলেন, সীতাকুণ্ড, মিরসরাই ও আশপাশের এলাকার একমাত্র বেসরকারি বিনোদন পার্ক। যেটি আমি শখেরবশে অনেক টাকা খরচ করেছি। আমি পার্কটি প্রতি সপ্তাহে নিত্যনতুন ভিন্নতা আনার চেষ্টা করি। অনেক ডিজাইনার এখানে কাজ করেন। সবসময় সঙ্গীতের আয়োজন চলে। এখানে উন্নতমানের খাবার পরিবেশনও করা হয়। পাশাপাশি থাকার সুবিধা আছে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।