পুলিশের সহযোগিতায় পরিবারে ফিরলো নিখোঁজ দুই শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৭ জুলাই ২০২২
উদ্ধার হওয়া দুই শিশু

নারায়ণগঞ্জে নিখোঁজ দুই শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার (২৭ জুলাই) বিকেলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দুই শিশু হলো- ও নামে দুই শিশু তাদের পরিবারের কাছে ফিরে গেছে।

রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকার আব্দুল আলীম ব্যাপারীর ছেলে জুবাইদ হোসেন (১১) ও বন্দর উপজেলার শাহী এলাকার নুর আলমের ছেলে সুফিয়ান (৯)। তারা দুজনই মাদরাসার শিক্ষার্থী। মারধরের ভয়ে তারা মাদরাসা থেকে বেরিয়ে হারিয়ে যায়।

জুবাইদ হোসেনের বাবা আব্দুল আলীম ব্যাপারী বলেন, ‘ছেলেকে মাদরাসায় ভর্তি করেছিলাম। কিন্তু মঙ্গলবার থেকে তাকে খুঁজে পাচ্ছিলাম না। স্বজনদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছিল। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। অবশেষে পুলিশ আমার আদরের সন্তানকে খুঁজে দিলো। তাদের কারণে ছেলেকে কোলে ফিরে পেয়েছি।’

সুফিয়ানের বাবা নুর আলম বলেন, ‘ছেলেকে মাদরাসায় দিয়েছিলাম। কিন্তু হঠাৎ শুনি সে নিখোঁজ। বাড়িতেও আসেনি। স্বজনদের বাসায় খবর নিয়ে দেখলাম সেখানেও যায়নি। অবশেষে জানতে পারি পুলিশের কাছে শিশু রয়েছে। এরপর থানায় এসে ছেলেকে খুঁজে পাই।’

নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিমা খানম জাগো নিউজকে বলেন, এক শিশুকে শহরের মণ্ডলপাড়া ও আরেক শিশুকে চাষাঢ়া এলাকায় পাওয়া গিয়েছিল। পরে আমরা তাদের পরিবারের সন্ধান করি। সেই সন্ধান অনুযায়ী পরিবারের সদস্যরা থানায় এলে তাদের যাচাই-বাছাই করে হস্তান্তর করেছি। তারা দুজনই মাদরাসার শিক্ষার্থী।’

নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান মোল্লা জাগো নিউজকে বলেন, ‘দুই শিশুকে যাচাই-বাছাই করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুরা তাদের বাবা-মাকে দেখে চিনতে পেরেছেন।’

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।