সিদ্ধিরগঞ্জে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২৮ জুলাই ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন কিশোর গ্যাংয়ের হামলায় নিহত ইমনের স্বজনরা। এতে মহাসড়কে অন্তত ৩০ মিনিট যানচলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।

jagonews24

এ সময় ইমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

এর আগে বুধবার (২৭ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের বাগমারা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইমনের মৃত্যু হয়। ইমন উপজেলার আদর্শনগর এলাকার মো. শাহ আলমের ছেলে।

jagonews24

এসময় ইমনের মা মোছা. শাহিনুর বেগম বলেন, দুই গ্রুপের সংঘর্ষে আমার ছেলে মারা গেছে। রাসেল, রাজু, স্বপন, আব্দুল খলিল, মো. ইয়াসিন, রাজিব, বিজয় ঘটনার সঙ্গে জড়িত। তিনি তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বিচারের দাবিতে বিকেলে মহাসড়ক অবরোধ করে নিহতের স্বজনরা বিক্ষোভ করেন। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেই।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।