সোনারগাঁয়ে ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:৪০ পিএম, ৩০ জুলাই ২০২২
র‌্যাবের হাতে গ্রেফতার বাসচালক সহিদুল ইসলাম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালককে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শনিবার (৩০ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী এ বিষয় জানান। গ্রেফতার সহিদুল ইসলাম (৪২) চট্টগ্রামের চন্দাইসের পশ্চিম হাসানদত্তি এলাকার মো. ইমাম হোসেনের ছেলে।

র‌্যাব কর্মকর্তা সানরিয়া চৌধুরী বলেন, ১৫ জুলাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১০-১২ জন শিক্ষার্থী দুটি প্রাইভেটকারযোগে সোনারগাঁয়ের পানামসিটিতে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। পথে সকাল ১০টা ৪০মিনিটে সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় শিক্ষার্থীদের বহনকৃত একটি প্রাইভেটকারকে সায়েদাবাদগামী সৌদিয়া পরিবহন একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে সুমাইয়া রহমান মাহিমা (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইব্রাহীম মাহমুদ রাহাত (২৭) হার্ট স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা। এ ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানা ১৬ জুলাই সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন। শুক্রবার দিনগত রাতে ফেনী সদর থানাধীন মহম্মদপুর এলাকা থেকে বাসচালককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।