লক্ষীপুরে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে আহত ৪


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৪

আসামি ধরতে গিয়ে লক্ষীপুরে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় ৪ পুলিশসহ ৫ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, এসআই রনজিত কুমার, কনস্টেবল মানিক, জালাল, আমিনুল হক ও সন্ত্রাসী বাহিনীর প্রধান জুয়েল।তাদের লক্ষীপুর সদর হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।  এ সময় বাহিনী প্রধান জুয়েলকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় সন্ত্রাসী বাহিনী প্রধান জুয়েলের অবস্থান সম্পর্কে গোপন সংবাদ পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল ও তার বাহিনীর ৭-৮ জন সদস্য পুলিশকে লক্ষ্য করে ৩টি বোমা নিক্ষেপ ও গুলি চালায়, পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে কমপক্ষে ২৫ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে বাহিনী প্রধান জুয়েল গুলিবিদ্ধ ও ৪ পুলিশ সদস্য আহত হন। এ সময় জুয়েলের সহযোগীরা পালিয়ে গেলেও জুয়েলকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।  

লক্ষীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জুয়েলের বিরুদ্ধে হত্যা, অপহরণ, পুলিশের ওপর হামলাসহ ৫টি মামলা রয়েছে।


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।