সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন পণ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৩ আগস্ট ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিশতিয়া বেকারি ও শরীফ অ্যান্ড সায়েমা কেমিকেল নামের দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩ জুলাই) দুপুরে মৌচাক ও মাদানীনগর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ আদেশ দেন।

তিনি জানান, প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকা ও অনুমোদনহীন খাদ্যপণ্য তৈরির দায়ে মৌচাক এলাকার চিশতিয়া বেকারিকে ৫০ হাজার টাকা ও অবৈধ প্রক্রিয়ায় মশার কয়েল তৈরির অপরাধে মাদানীনগর এলাকায় শরীফ অ্যান্ড সায়েমা কেমিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মো. সেলিমুজ্জামান আর জানান, এসময় পুলিশের একটি টিম ও ক্যাবের প্রতিনিধি উপস্থিতি ছিলেন।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।