নূর হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড ‘জুডিসিয়াল ইনজাস্টিস’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৪ আগস্ট ২০২২

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডকে ‘জুডিসিয়াল ইনজাস্টিস’ দাবি করেছেন তার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন।

তিনি বলেন, এ অস্ত্র মামলায় নলেজ, কন্ট্রোল ও পজিশন নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়নি। রাষ্ট্রপক্ষ তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট নই। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবো।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় জাগো নিউজকে তিনি এসব কথা বলেন। এদিন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত চার সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।

অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, যখন অস্ত্র পাওয়া গেছে তখন ডিক্লেয়ার নূর হোসেন ভারতের দমদম কারাগারে ছিলেন। এটা সবাই জানেন। পুলিশ যখন অস্ত্র উদ্ধার করে তখন আসামি দেশেই ছিলেন না। এটা স্পষ্ট অস্ত্রের বিষয়ে আসামির নলেজ, কন্ট্রোল ও পজিশন কোনটাই ছিল না। অস্ত্র মামলায় সাজা দিতে হলে অস্ত্র সম্পর্কে আসামির নলেজ, কন্ট্রোল ও পজিশন নিরঙ্কুশ হতে হয়। এখানে সেটা হয়নি।

তিনি আরও বলেন, তারপরও আদালত আসামির সর্বোচ্চ সাজা দিয়েছেন। এটা ঠিক হয়নি। এখানে পারিপার্শ্বিক সাক্ষ্যও প্রমাণ করে না আসামি সাজা পাওয়ার যোগ্য। আসামি খালাস পাওয়ার কথা ছিল। তাছাড়া আইনের সূত্র হচ্ছে একই ঘটনায় একই অকারেন্সে দুবার সাজা প্রদান করা যাবে না। কিন্তু এখানে একই মামলায় দুই ধারায় যাবজ্জীবন সাজা দিয়েছেন।

জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন সুইট জাগো নিউজকে বলেন, ২০১৪ সালের ১৫ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে একটি রিভলভার, আটরাউন্ড গুলি ও আটটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মাসুদ খান বাদী হয়ে মামলা করেন। আদালত সে মামলায় চার সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, একটি অস্ত্র মামলায় নূর হোসেনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আদালত। রায় ঘোষণার আগে তাকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। সেই সঙ্গে বিচারিক কার্যক্রম শেষে তাকে আবার কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।