পাওনা টাকা দেওয়ার জন্য ঘরে ডেকে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০৫ আগস্ট ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে মো. রুবেল ওরফে নুর নবী (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) দুপুরে ফতুল্লার মুসলিম নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রুবেল ওরফে নুর নবী ফতুল্লার মুসলিনগর আমেনা সুপার মার্কেট সংলগ্ন সিরাজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. জয়নাল আবেদীনের ছেলে।

এ ঘটনায় ৪ আগস্ট রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

এজাহার সূত্র জানায়, রুবেল ওরফে নুর নবী ভুক্তভোগী শিশুর পাশে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সে সুবাদে তাদের মধ্যে সু-সম্পর্ক গড়ে উঠে। প্রায় সময় একে অপরের বাসায় যাতায়াত করতেন। ১৭ জুলাই দুপুরে বাবার পাওনা টাকা নেওয়ার জন্য ওই শিশুকে বাসায় ডাকেন রুবেল।

এ সুযোগে ঘরের দরজা বন্ধ করে শিশুকে ধর্ষণ করেন তিনি। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে রুবেল বিষয়টি কাউকে জানালে ঘরের সিসি ক্যামেরায় ধারণকরা ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে গেলে সে স্বজনদের ঘটনা খুলে বলেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ আজিজুল হক বলেন, মামলার পর অভিযুক্ত রুবেল ওরফে নুর নবীকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তার স্বাস্থ্য পরীক্ষা ও বয়স নির্ধারণের জন্য আদালতে পাঠানো হয়।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।