‘যুব সমাজকে এমনভাবে গড়তে হবে যাতে নিজেরাই বস হতে পারে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৭ আগস্ট ২০২২
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল

দেশের যুবশক্তিকে কাজে লাগাতে না পারলে স্বাধীনতার সুফল পাওয়া সম্ভব না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তিনি বলেছেন, আমাদের যুব সমাজকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা নিজেরাই নিজেদের ‘বস’ হতে পারে। চাকরি না খুঁজে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে তাদের আত্মনির্ভরশীল হতে হবে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে গাজীপুরে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

জাহিদ আহসান রাসেল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকাণ্ডটি ছিল পৃথিবীর নৃশংসতম ও ঘৃণ্য হত্যাকাণ্ড। এক শ্রেণির কুচক্রী মহলের প্ররোচনায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনায় আমাদের সে স্বাধীনতা প্রায় হারিয়ে যেতে বসেছিল। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসায় দেশ আবার সঠিক পথে ফিরে এসেছে।

jagonews24

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে যে মন্দা ও সমস্যা চলছে তা বৈশ্বিক সমস্যা। এজন্য আমাদের কৃচ্ছতাসাধন করতে হবে। কিছুদিন কষ্ট করতে হবে। এরপর সুদিন আবার আসবে।

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহউদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. ইলতুৎমিশ, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডা. নন্দিতা মালাকার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন-অর-রশিদ প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।