বঙ্গবন্ধু সাফারি পার্ক

‘বেলকলি’র কোলজুড়ে এলো ‘আনারকলি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৮ আগস্ট ২০২২

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের মা হাতি ‘বেলকলি’ আরও একটি শাবকের জন্ম দিয়েছে। মাদি হাতি শাবকটির নাম রাখা হয়েছে ‌‘আনারকলি’। মা ও শাবক উভয়ই সুস্থ রয়েছে।

গত ৮ আগস্ট সকালে দ্বিতীয়বারের মতো পার্কের প্রাকৃতিক পরিবেশে শাবকটির জন্ম হলেও বিভিন্ন দিক বিবেচনায় পার্ক কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৮ সালের ৫ জুন পার্কের প্রাকৃতিক পরিবেশে একটি শাবকের জন্ম দিয়েছিল বেলকলি। তার নাম রাখা হয়েছিল ‘ফুলকলি’। সে এখন পরিণত হয়ে উঠছে। এ নিয়ে পার্কে এখন হাতির সংখ্যা দাঁড়ালো ৯টিতে। এর মধ্যে সাতটি পুরুষ ও দুটি মাদি।

জন্মের সময় আনারকলির ওজন ছিল প্রায় ৬০ কেজি। একটি পূর্ণবয়স্ক হাতি সাধারণত চার হাজার থেকে পাঁচ হাজার কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। ১৮-২০ বছরে হাতি প্রজননে সক্ষম হয়। এদের গর্ভকালীন সময় ২০-২২ মাস। সাধারণত একটি হাতি ৩-৫ বছর পরপর একটি করে শাবক জন্ম দেয়।

হাতি শাবক সাধারণত সাড়ে তিন বছর থেকে চার বছর পর্যন্ত মায়ের দুধ পান করে। হাতির গড় আয়ু ১০০ বছর।

পার্ক কর্তৃপক্ষ জানায়, বাচ্চাসহ মা হাতিটি আলাদা করে রাখা হয়েছে। বাচ্চাটি মায়ের তত্ত্বাবধানে রয়েছে। মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পর্যটকদের যাতায়াত সীমিত রাখা হয়েছে।

মা হাতিটি প্রতিদিন ২০ কেজি কলাগাছ, ৫০ কেজি মিষ্টিকুমড়া, ৫ কেজি আখ, ১০ কেজি গাজর ও ভাতের জাউসহ তৃণজাতীয় খাবার দেওয়া হচ্ছে বলে পার্কের একটি সূত্র নিশ্চিত করেছে।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ বলেন, আমাদের দেশে হাতির সংখ্যা কমে যাচ্ছে। এর মধ্যে সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশে হাতি শাবক জন্ম হওয়া সত্যিই আনন্দের। জন্মের পর মা ও শাবকের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমিনুল ইসলাম/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।