জাগো নিউজে সংবাদ প্রকাশ, মোশাররফকে নিয়ে তদন্তে সিভিল সার্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ৩০ আগস্ট ২০২২

জাগো নিউজে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহে ভুল চিকিৎসায় মৃত্যুপথযাত্রী মোশাররফ হোসেনকে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন জেলা সিভিল সার্জন। সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলামকে সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের পর সভাপতি নজরুল ইসলামসহ কমিটির পাঁচ সদস্য, ভুক্তভোগী মোশাররফ হোসেন, সার্জারি বিশেষজ্ঞ ডা. কাজী শরীফুর রহমান সজীব এবং ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ও কাগজপত্র দেখেন। এসময় ভুক্তভোগী মোশাররফ হোসেনের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রও দেখে কমিটি।

জেলা সিভিল সার্জন ও তদন্ত কমিটির সভাপতি ডা. মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কমিটিতে কী সিদ্ধান্ত হয়েছে তার প্রতিবেদন শিগগির প্রকাশ করা হবে। তবে ভুক্তভোগী মোশাররফ হোসেনকে আগা মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য বলা হয়েছে।

জাগো নিউজে সংবাদ প্রকাশ, মোশাররফকে নিয়ে তদন্তে সিভিল সার্জন

এ বিষয়ে ভুক্তভোগী মোশাররফ হোসেন বলেন, তদন্ত কমিটি আমাকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেছেন। তবে আমি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানাব চিকিৎসা নেব কিনা?

তিনি আরও বলেন, তদন্ত কমিটির কাছে চিকিৎসক বা ক্লিনিক কর্তৃপক্ষ পরীক্ষার কোনো কাগজ দেখাতে পারেননি। তারা জানিয়েছেন আমি ঢাকায় দুটি পরীক্ষা করিয়েছিলাম। সেই কাগজপত্র দেখেই নাকি তারা অপারেশন করেছেন।

এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে ময়মনসিংহ জেলা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেন মোশাররফ হোসেন। পরে ওই দিন ‘চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের মাশুল গুনছেন মোশাররফ’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ করে জাগো নিউজ।

মঞ্জুরুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।