সাভারে মাদক সেবন নিয়ে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক খুন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২
খাটিয়াতে নিহতের মরদেহ রাখা হয়েছে

ঢাকার সাভারে মাদক সেবনের সময় বাগবিতণ্ডার জেরে রইচ উদ্দিন (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাপাইন এলাকার ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত রইচ ওই এলাকার লোকমান হোসেনের ছেলে। তিনি মাদক সেবন করতেন বলে জানা গেছে। তবে ছুরিকাঘাত করা অপর মাদকসেবীর কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে চাপাইন ব্রিজের ঢালে রইচ উদ্দিনসহ বেশ কয়েকজন মাদক সেবন করছিলেন। এ সময় তাদের মধ্যে ঝগড়া হলে এক যুবক রইচের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাদের সঙ্গে থাকা ইমান আলী রইচকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জাগো নিউজকে বলেন, রইচ উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার স্বজন কিংবা যারা হাসপাতালে এনেছিলেন তারা কোনো তথ্য না দিয়ে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যান। বিষয়টি পুলিশকে জানিয়েছি।

সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ ধরনের একটা ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা গেলেই সঠিক ঘটনা জানা যাবে।

মাহফুজুর রহমান নিপু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।