জাপা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মানিককে পার্টি থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর পৌরসভার সাবেক মেয়র এ কে এম আব্দুর রউফ মানিককে সাধারণ সদস্য পদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাক্ষরিত এক সাংগঠনিক আদেশে এ অব্যাহতি দেওয়া হয়।

পার্টির গঠনতন্ত্রের ২০/১/(১) ধারা প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয় যা অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এ কে এম আব্দুর রউফ মানিক জাতীয় পার্টির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি রংপুর পৌরসভার আট বছর মেয়র ছিলেন।

অব্যাহতি পাওয়া এ কে এম আব্দুর রউফ মানিক বলেন, দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ আমাকে রংপুর সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সবুজ সংকেত দেওয়ায় পার্টির চেয়ারম্যান আমাকে অব্যাহতি দিয়েছেন।

জিতু কবীর/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।