২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত নোয়াখালীতে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে সর্বোচ্চ ১৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন স্থানে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) বিকেলে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ। আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টিপাত অপরিবর্তিত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
এদিকে প্রচণ্ড বৃষ্টিপাতে নোয়াখালী জেলা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক পানিতে নিমজ্জিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়কে হাঁটুসমান পানিতে যান চলাচলে বিঘ্ন ঘটছে।

স্থানীয়রা জানান, এ বছর বর্ষায় বৃষ্টি কম হওয়ায় শহরে জলাবদ্ধতা দেখা দেয়নি। তবে রোববার (২ অক্টোবর) সন্ধ্যা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত টানা বৃষ্টি হওয়ায় জেলা শহর মাইজদীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে কয়েক হাজার মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন।
নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া জানান, পরিচ্ছন্নতা কর্মীরা শহরের বিভিন্ন স্থানে কাজ করছেন। বিকেল নাগাদ পানি সরে যাবে। শহরের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম