নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা, চটপটি বিক্রেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১০ অক্টোবর ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে খালেদ মাহমুদ নামে এক চটপটি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার চরকাঁকড়া গ্রাম থেকে খালেদকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার খালেদ মাহমুদ চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মির্জা আলী মিয়াজির বাড়ির মো. আহসান উল্যার ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৮ অক্টোবর) বিকেলে শিশুটি তাদের বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। বিকেল ৪টার দিকে তার দুঃসম্পর্কের দুলাভাই খালেদ মাহমুদ শিশুটিকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় কাউকে না জানাতে শিশুকে ৫০ টাকা দেন তিনি। পরে শিশুটি পরিবারের লোকজনকে জানালে থানায় অভিযোগ দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার বিকেলে অভিযোগ পেয়ে মামলা রুজু করে রাতেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।