নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক

নোয়াখালীতে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শহরে কিশোর গ্যাং সদস্যদের উৎপাত বেড়ে যাওয়ার অভিযোগ পেয়ে বিশেষ অভিযান চালানো হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে সোমবার (১০ অক্টোবর) রাতে সিনিয়র-জুনিয়র দ্বন্দে কিশোর গ্যাং সদস্যরা ছুরিকাঘাত করে জোবায়ের নামের এক কলেজছাত্রকে হত্যা করেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই উঠতি বয়সী তরুণ।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম