নোয়াখালীতে আগুনে পুড়লো ১৭ দোকান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৫ অক্টোবর ২০২২
আগুনে দোকানের সব মালামাল পুড়ে যায়

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ভয়াবহ আগুনে পুড়েছে ১৭টি দোকান। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকানিদের। শনিবার (১৫ অক্টোবর) ভোরে চৌমুহনী পৌরসভার মহেশগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

বাজারের লোকজন জানান, ভোর ৪টার দিকে কলেজ রোডের চালের আড়তের এলাকায় মহেশগঞ্জ বাজারে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ১৭ দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

acc noa

চৌমুহনী ফায়ার সার্ভিসের ফাইটার মো. মাসুদ রানা জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে কোন দোকান থেকে আগুন লেগেছে তা নির্ণয় করা যায়নি।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।