সিলেটে বেড়েছে পেঁয়াজ-রসুন-আদার দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৫ অক্টোবর ২০২২

সিলেটে নিত্যপণ্যের দাম বাড়ছেই। সপ্তাহের ব্যবধানে আদার দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা। বেড়েছে পেঁয়াজ-রসুনের দামও। প্রতি কেজি রসুনের দাম বেড়েছে ২০ টাকা আর পেঁয়াজে বেড়েছে ১৫ টাকা। বড় দানার মসুর ডাল কেজিতে বেড়েছে ১০ টাকা করে। এছাড়া আলু- ডিমের বাজারও চড়া গেল দুই সপ্তাহ ধরে।

সিলেটের পাঁচটি সবজি ও নিত্যপণ্যের বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। লাগাম ছাড়া নিত্যপণ্যের দাম বাড়ায় হিসাব মিলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের লোকজন। এক ধরনের অস্থিরতা বিরাজ করছে আদা, পেঁয়াজ ও রসুনের বাজারে।

তবে সয়াবিন তেলের বাজার এখন অনেকটা স্বাভাবিক। সরকারের বেঁধে দেওয়া দাম ১৭৮ টাকা দরে বিক্রি হচ্ছে। সবজির দাম গত সপ্তাহের মতো স্থিতিশীল থাকলেও কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। গত সপ্তাহে কাঁচামরিচ খুচরা বাজারে প্রতি কেজি ৬০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে সেটি ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

সিলেটে বেড়েছে পেঁয়াজ-রসুন-আদার দাম

শনিবার (১৫ অক্টোবর) সিলেটের সোবহানিঘাট, আম্বরখানা, বন্দরবাজার, রিকাবীবাজার, মেডিকেল রোড, কাজিরবাজরসহ বেশ কয়েকটি বাজার ঘুরে নিত্যপণ্যের দর-দামের এমন চিত্র দেখা গেছে।

দুপুরে সিলেট নগরের সবচেয়ে বড় কাঁচাবাজার সুবহানীঘাটের ভেজিটেবল মার্কেটে গিয়ে দেখা গেছে কাঁচামরিচ ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে রিকাবীবাজার, মেডিকেল রোডে গিয়ে দেখা গেলো ভিন্ন চিত্র। ৪০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি দরে।

বাজারে ৪০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। মুরগির লাল ডিমের হালিতে দাম বেড়েছে ৩-৪ টাকা করে। এছাড়া সব জাতের সবজির বাজার প্রায় স্থিতিশীল রয়েছে। ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা দরে। গত সপ্তাহেও এর দাম ছিল ৪৪-৫৬ টাকা।

সিলেটে বেড়েছে পেঁয়াজ-রসুন-আদার দাম

সিলেট মেডিকেল রোডের লিবার্টি ডিপার্টমেন্টাল স্টোরের ব্যবস্থাপক সাইফুল ইসলাম সানি জাগো নিউজকে বলেন, খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা করে বেড়েছে। এলসির ভালো মানের পেঁয়াজ গত সপ্তাহে ছিল ৪০ টাকা কেজি। অথচ এ পেঁয়াজ এখন ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তিনি জানান, চায়না আদা গত সপ্তাহে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে ৫০ টাকা বেড়ে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চায়না বড়ো রসুন গত সপ্তাহে ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ এ রসুনের কেজি ১৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে। বড়ো মসুর ডালের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। গত সপ্তাহে এ ডাল ১১০ টাকা কেজিতে বিক্রি হলেও আজ বিক্রি করছি ১২০ টাকায়। তবে ছোট মসুর ডালের দর ১৫০ টাকা কেজি গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে।

গরুর মাংসের দাম স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও গরুর মাংস ৬৫০-৬৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে। তবে গরু ও খাসির কলিজা বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজিতে।

সিলেটে বেড়েছে পেঁয়াজ-রসুন-আদার দাম

নগরের কাজিরবাজারের সবজি ক্রেতা সুজেল আহমদ বলেন, বাজারে সবজির দাম স্থিতিশীল রয়েছে। তবে কাঁমরিচের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। এ ছাড়া অন্য সব শাকসবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে।

মেডিকেল রোডের সবজি বিক্রেতা মো. হুমায়ুন কবির জাগো নিউজকে জানান, সবজির বাজার স্থিতিশীল। প্রতি কেজি বেগুন ৫০-৫৫ টাকা, পেঁপের কেজি ৩০-৩৫ টাকা, পানি লাউ মিডিয়াম ৬০-৭০ টাকা পিস, টক আমড়া ৪০ টাকা কেজি, টমেটোর কেজি ১২০ টাকা, ঝিঙা ৫০ টাকা, চিসিঙা ৪০ টাকা কেজি, করলা ৫৫ টাকা কেজি, লুবিয়া ৫০ টাকা, লতা ৫০ টাকা প্রতি আটি, প্রতি কেজি মুলা ৪০ টাকা, পাতা কপির কেজি ৬০ ও প্রতি কেজি শসা ৫০ টাকা, পুইশাক ৩৫ টাকা ও ধনেপাতা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ছামির মাহমুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।