এক ঘণ্টার ইউএনও স্কুলছাত্রী ফারজানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০১ নভেম্বর ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দে এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করেছে স্কুলছাত্রী ফারজানা আক্তার (১৫)।

মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ দায়িত্ব পালন করে।

ফারজানা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গালর্স হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) সহ-সভাপতি।

Raj-(2)

সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সামছু মাস্টারপাড়া গ্রামের রবিন শেখের মেয়ে। বিভিন্ন শিশু সংগঠনের সঙ্গে যুক্ত ফারজানা।

ইউএনওর দায়িত্ব পেয়ে বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ, ইভটিজিং, করোনা সচেতনতা ও মাদক নিয়ন্ত্রণের নানা দিক নিয়ে আলোচনা করে ফারজানা আক্তার।

গোয়ালন্দ ইউএনও মো. জাকির হোসেন বলেন, আজকের তরুণ প্রজন্ম একদিন দেশের উন্নয়নে কাজ করবে ও সমাজের নেতৃত্ব দেবে। তাই শিশুদের ছোট হতেই দেশের জন্য প্রস্তুত করার এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

পরে ইউএনওর পক্ষ থেকে ফারজানা আক্তারকে শহীদ জননী জাহানারা ইমামের লেখা একটি বই উপহার দেওয়া হয়।

রুবেলুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।