অতিথি পাখি শিকারের অপরাধে যুবকের জেল

খুলনার দাকোপ উপজেলায় ফাঁদ পেতে অতিথি পাখি শিকারের অপরাধে রায়হান বিশ্বাস (২৬) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে পাখি শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রোববার (৬ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তিলডাংগা ইউনিয়নে বটবুনিয়া গ্রামের শহিদুল বিশ্বাসের ছেলে রায়হান বিশ্বাস কামিনিবাসিয়া পুলিশ ফাঁড়ির কাছে বিলের ভেতরে পাখি শিকারে যায়। এমন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন হোসেনের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় অতিথি পাখি (কালাতিতি) ও পাখি ধরার সরঞ্জামসহ রায়হানকে বিলের ভেতর থেকে হাতে নাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আলমগীর হান্নান/এসজে/জিকেএস