অসময়ে ভাঙছে পদ্মা, দিশেহারা শতাধিক কৃষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৭ নভেম্বর ২০২২

রাজবাড়ীতে পদ্মার ভাঙনে এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে শত বিঘা ফসলি জমি। বিলীন হয়ে গেছে পেঁয়াজ, মরিচ, রসুন ও ধানসহ বিভিন্ন ধরনের শাক-সবজির ক্ষেত। এতে করে নিঃস্ব হয়ে পড়েছেন কয়েকশ কৃষক।

স্থানীয় ও কৃষকদের দাবি, অধিকহারে নদী থেকে বালু উত্তোলন ও বাল্কহেড নদীর কোল ঘেঁষে চলার কারণে ভাঙনের তীব্রতা বেড়েছে। তাছাড়া দুই থেকে তিন মাস ধরে ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন রোধে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এভাবে ভাঙতে থাকলে কিছুদিনের মধ্যে তাদের বসতবাড়িও নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

অসময়ে ভাঙছে পদ্মা, দিশেহারা শতাধিক কৃষক

এদিকে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, জনগুরুত্ব বিবেচনা করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ হচ্ছে।

অসময়ে ভাঙছে পদ্মা, দিশেহারা শতাধিক কৃষক

স্থানীয়রা জানান, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়চর বেনীনগর, চরনারায়নপুর, চর সিলিমপুরের অন্তত তিন কিলোমিটার এলাকার ফসলি জমিতে ভাঙন দেখা দিয়েছে। এসব জমিতে পেঁয়াজ, রসুন, ধান, বেগুন, মুলা, মরিচ বিভিন্ন ধরনের সবজি ছিল। ভাঙন আতঙ্ক রয়েছে মহাদেবপুর এলাকায়।

অসময়ে ভাঙছে পদ্মা, দিশেহারা শতাধিক কৃষক

রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল আমিন বলেন, নদীতে অসংখ্য ডুবচর সৃষ্টির কারণে কিছু কিছু স্থানে ভাঙছে। তাছাড়া ভারত থেকে আসা পানির চাপেও ভাঙছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ চলছে।

রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।