প্রায় ৫ বছর কারাভোগের পর দেশে গেলেন ভারতীয় যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১৯ নভেম্বর ২০২২

প্রায় পাঁচ বছর কারাভোগের পর নিজ দেশে ফিরে গেছেন আব্বাস মণ্ডল (৩৫) নামের ভারতীয় এক যুবক। শনিবার (১৯ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে তাকে ভরতে পাঠানো হয়।

আব্বাস মণ্ডল ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার রাঙ্গীয়ারপোতা গ্রামের মান্দার মণ্ডলের ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্র জানা গেছে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আব্বাস মণ্ডল। এসময় বিজিবির সদস্যরা তাকে আটক করে। পরে আদালতে সোপর্দ করা হলে তাকে তিন মাসের কারাদণ্ড দেন বিচারক। সাজা শেষ হলেও করোনা ও আইনি জটিলতায় এতদিন তাকে জেলেই থাকতে হয়েছে। শনিবার দুদেশের হাইকমিশনে আইনি প্রক্রিয়া শেষে তাকে ফেরত পাঠানো হয়।

এসময় বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার জহির উদ্দিন বাবু, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আবু নাইম, দর্শনা থানার এসআই ফজলুর রহমান, ভারতের পক্ষে বিএসএফের গেদে ক্যাম্প কমান্ডার (ভারপ্রাপ্ত) অশোক কুমার, ইমিগ্রেশন ইনচার্জ গোলাপ চন্দ্র পাল, কাস্টমস ইনচাজ সৈকত কুমার ও নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ইনচার্জ বাপিন মুখার্জি প্রমুখ।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।