৮০ হাজার টন আখ মাড়াই হবে নাটোর চিনিকলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১০:০৩ এএম, ০৩ ডিসেম্বর ২০২২

নাটোর চিনিকলে আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। ৩ হাজার ৯৬০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ) খোন্দকার আজিম আহমেদ।

উদ্বোধনের আগে শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে চিনিকল প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

na-(2).jpg

এ সময় আরও উপস্থিত ছিলেন- নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, চলতি মৌসুমে ৮০ হাজার টন আখ মাড়াই করে ৩ হাজার ৯৬০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের গড় হার ধরা হয়েছে ৬ দশমিক ২০ শতাংশ।

রেজাউল করিম রেজা/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।