অর্থনৈতিক মুক্তির সংগ্রামে প্রাণ-আরএফএলের ভূমিকা অপরিসীম
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেলেও আমাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম এখনো চলছে। বঙ্গবন্ধু থাকলে এতদিন হয়তো সেটা হয়ে যেত। এই সংগ্রামে এখন যারা সম্মুখে অবদান রাখছে, তাদের মধ্যে অন্যতম প্রাণ-আরএফএল।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাঁদপুরে আরএফএল বাইসাইকেল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপের বহু দেশে বাংলাদেশের বাইসাইকেল চলছে। এটা দেখলে গর্বে বুক ভরে যায়। প্রাণ-আরএফএলের গ্রামীণ কৃষি নির্ভর কর্মকাণ্ড অর্থনীতির উন্নয়নে যোগ করেছে নতুন মাত্রা। দেশের গণ্ডি পেরিয়ে যেভাবে বিদেশে প্রাণ গ্রুপ পণ্য রপ্তানি করছে, সেটা অত্যন্ত গর্বের। তাদের ভূমিকা অপরিসীম।
প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত আমজাদ হোসেন খান রংপুরের নামে প্রতিষ্ঠান তৈরি করায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
সম্মানিত অতিথি ছিলেন রংপুর রেঞ্জ-এর ডিআইজি মোহাম্মাদ আবদুল আলীম মাহমুদ, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণ- আরএফএল গ্রুপের ভূমিকা এবং বিশেষ করে উত্তরাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরীর এমন উদ্যোগকে স্বাগত জানান অন্য বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পল।
এছাড়া গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, কারুপণ্য লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল আলমসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এতদিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ছিল আরএফএল-এর একমাত্র বাইসাইকেল কারখানা। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা বছরে আট লাখ পিস। এই কারখানায় উৎপাদিত সাইকেল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। তবে দেশ-বিদেশে আরএফএল বাইসাইকেলের চাহিদা বাড়ায় আমদানিনির্ভরতা কমাতে বিশেষ পরিকল্পনা নেয় আরএফএল। এরই অংশ হিসেবে হবিগঞ্জের পাশাপাশি দেশের উত্তরাঞ্চল রংপুরের গঙ্গাচড়ায় নতুন কারখানাটি চালু করা হলো। এ কারখানাটি শুধু দেশের চাহিদা মেটাবে।
রংপুরের গঙ্গাচড়ায় আরএফএল বাইসাইকেলের চালু হওয়া নতুন এ কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা তিন লাখ পিস। বর্তমানে চারশজন কাজ করছেন। পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ছয় লাখ পিস ও কর্মসংস্থান হবে প্রায় এক হাজার মানুষের। এ কারখানায় বিনিয়োগের পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা।
জিতু কবীর/এমএইচআর/এএসএম