স্মৃতিসৌধে ভিড় জমিয়েছে শিশু-কিশোররাও

মহান বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে বড়দের পাশাপাশি ভিড় জমিয়েছে শিশু-কিশোররাও। মা-বাবার সঙ্গে বাহারি পোশাক পরে শ্রদ্ধা জানাতে আসে শিশু-কিশোরা। বিজয়ের ইতিহাস জানতে তাদের চোখে মুখে ছিল আগ্রহ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল। সব বয়সের মানুষের সঙ্গে দেখা মেলে শিশু কিশোরদেরও। পরিবারের সঙ্গে অনেক শিশু এসেছে শ্রদ্ধা জানাতে। কোমল হাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শহীদ বেদিতে। যাদের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয় সেসব শহীদের স্মরণ করাতেই সন্তানদের নিয়ে আসেন বাবা মা।
লামিয়ার মা আসমা বেগম জাগো নিউজকে বলেন, সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করতেই সন্তানকে নিয়ে এসেছি। যাতে ছোট থেকেই জানতে পারে দেশ সহজে স্বাধীন হয়নি। এর পেছনে রয়েছে অনেক ত্যাগ।
বাবা মোসলেম উদ্দিনের সঙ্গে আসেন ছোট্ট নিনিতা। লাল সবুজের জামা জড়িয়ে হাতে লাল গোলাপ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানেই কথা হয় মোসলেম উদ্দিনের সঙ্গে।
তিনি বলেন, এমন দিনে সন্তানকে নিয়ে এসেছি মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে জানাতে। যাতে তারা সঠিক ইতিহাস জানতে পারে।
তবে তিনি আক্ষেপ নিয়ে বলেন, ৫১ বছর হলেও সৌধ এলাকায় এখনও চালু হয়নি মুক্তিযুদ্ধে জাদুঘর, হয়নি একটি পাঠাগার।
মাহফুজুর রহমান নিপু/এএইচ/জেআইএম