ছেলের জন্য খাবার আর নিয়ে যাওয়া হলো না বাবার
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডাম্পট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আব্দুল মাজেদ মোল্লা (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নারুয়া বাজার সংলগ্ন গঙ্গারামপুর ৩ রাস্তার মোড়ে এ দুঘর্টনা ঘটে।
স্থানীয় সাইফুল ইসলাম তুরান বলেন, নারুয়া বাজারের লেপ-তোষক ব্যবসায়ী আব্দুল মাজেদ মোল্লা বাড়ি থেকে মোটরসাইকেলে ছেলে মামুনের জন্য দুপুরের খাবার নিয়ে নারুয়া বাজারে যাচ্ছিলেন। গঙ্গারামপুর মোড় এলাকায় পৌঁছালে দ্রুত গতির ইটভাটার একটি ডাম্পট্রাক তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রুবেলুর রহমান/এফএ/এএসএম