গোয়ালন্দে ১৩ চোরাই মোবাইলসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দে ১৩টি চোরাই মোবাইলসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে এতথ্য জানায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের নগরকান্দা থানার পশ্চিম সদর বেড়া গ্রামের জালাল মুন্সির ছেলে তাজবীর মুন্সি ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া দুলাল বেপারী পাড়ার মনির উদ্দিনের ছেলে সাইফুদ্দিন সরদার।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযান চালিয়ে এক লাখ ৫২ হাজার টাকা মূল্যের ১৩টি চোরাই মোবাইলসহ দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দেওয়া হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রুবেলুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।