টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ হারালেন নির্মাণ শ্রমিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২৩

টাঙ্গাইলের ঘাটাইলে বালুবাহী ট্রাকচাপায় সোহাগ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই-তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ভূঞাপুর-ঘাটাইল সড়কের ঘাটাইল পৌর শহরের শাপলা পার্ক মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া উপজেলার জামুরিয়া ইউনিয়নের সুনটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি। তবে, তারাও নির্মাণ শ্রমিক বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন তারা।

স্থানীয়রা জানান, অটোভ্যানে করে সোহাগসহ বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথে ভ্যানটি শাপলাপার্ক মোড়ে পৌঁছালে ভূঞাপুরগামী বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পৃষ্টে ঘটনাস্থলে সোহাগ মারা যান। আর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

jagonews24

পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া ঘটনাস্থল থেকে ট্রাক ও ট্রাকে থাকা একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

এ বিষয়ে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোহাগ মিয়া নামে এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও তিনজন শ্রমিক আহত হন।

তিনি আরও বলেন, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করাসহ ট্রাকে থাকা একজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত সোহাগ মিয়ার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরিফ উর রহমান টগর/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।