ওভারটেকিংয়ের সময় ট্রাকের ধাক্কা, বিমানবন্দরের ট্রাফিক হেলপার নিহত
টাঙ্গাইলের ঘটাইলে ট্রাকের ধাক্কায় ছানোয়ার হোসেন সোহাগ (৩৫) নামের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক ট্রাফিক হেলপার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জানোকিপুর গ্রামের শহিদুর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ছানোয়ার হোসেন সোহাগ ঢাকা বিমানবন্দর থেকে মোটরসাইকেল চালিয়ে সকালে বাড়ি যাচ্ছিলেন। পাকুটিয়া বাসস্ট্যান্ডে একটি ট্রাককে মোটরসাইকেল চালক ওভারটেকিং করতে যান। বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে সোহাগের মাথার সামনের অংশ থেঁতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরিফ উর রহমান টগর/এসজে/জিকেএস