বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো নারীর

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি (হিলি) দিনাজপুর
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতের কোনো একসময় উপজেলার মৌ পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১১ জানুয়ারি) সকালে পার্বতীপুর রেলওয়ে পুলিশের পরিদর্শক আবু বকর সিদ্দিক ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো দিনমজুরের

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে ঘন কুয়াশায় ছিল। রেললাইনের পাশে অজ্ঞাতপরিচয়ের এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে রেলের কর্মচারী মানিককে খবর দেয় স্থানীয়রা। পরে মানিক পার্বতীপুর রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করেন।

আরও পড়ুন: ছেলের জন্য বিস্কুট কিনতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

জানতে চাইলে পার্বতীপুর রেলওয়ে পুলিশের পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, রেলের কর্মচারী মানিকের দেওয়া তথ্যমতে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতের কোনো এক সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। নিহতের মাথায় জখমের চিহ্ন রয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো কলেজছাত্রের

মো. মাহাবুর রহমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।