আখক্ষেতে গাঁজার চাষ, বৃদ্ধ গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি (হিলি) দিনাজপুর
প্রকাশিত: ১১:৩০ এএম, ১৩ জানুয়ারি ২০২৩
গ্রেফতার গাঁজা চাষি আব্দুস সাত্তার

আখের জমিতে গাঁজা চাষের অভিযোগে আব্দুস সাত্তার (৬০) নামে এক চাষিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

আটক সাত্তার উপজেলার কানাগাড়ী-হরিপাড়া গ্রামের মৃত চান মিয়া সওদাগরের ছেলে।

আরও পড়ুন: হিলিতে চার ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজ বাড়ির পাশে আখের ক্ষেতের ভেতরে গাঁজার গাছ চাষ করেছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে বাড়ি থেকে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া গাছটি ৮ফুট লম্বা ও ওজন ২ কেজি ৩০০ গ্রাম।

ওসি আরও বলেন, গ্রেফতার আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

মো. মাহাবুর রহমান/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।