পদ্মার এক রুই ২৭ হাজারে বিক্রি

মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার পদ্মা নদী থেকে একদল জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি রুই মাছ। পরে মাছটি ২১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে সকাল ৭টার দিকে জাফরগঞ্জ এলাকায় মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে মাছটি বিক্রি করতে আনলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ দুই হাজার টাকা কেজি দরে ২৬ হাজার টাকায় কিনে নেয়।
মাছ ব্যবসায়ী শাজাহান শেখ জানান, মোবাইল ফোনে যোগাযোগ করে প্রতি কেজি প্রতিতে ১০০ টাকা লাভে ২৭ হাজার ৩০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেছেন।
তিনি জানান, পদ্মায় এখন প্রায়ই বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে। ফলে মাছগুলো দ্রুত বিক্রি হয়ে যায়।
রুবেলুর রহমান/এসআর/জেআইএম