হিলিতে কাস্টমস কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি
দিনাজপুরের হিলি কাস্টমসের পাসপোর্ট শাখার কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দিয়েছেন দিনার নামের এক যুবক। এঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুর দেড়টার এ ঘটনা ঘটে। দিনার সিপি রোডের দিনার মিনার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাস বিষয়টি নিশ্চিত করেছিন।
তিনি বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে একজন পাসপোর্ট যাত্রী ব্যাগেজ নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন। এ সময় কাস্টমসে কর্মরত আনসার সদস্য ব্যাগেজটি চেক করার জন্য রুমে নেওয়ার চেষ্টা করলে দিনার নামের ওই ব্যক্তি আনসার সদস্যকে ধাক্কা দিয়ে ল্যাগেজটি ছিনিয়ে নেয়।
আরও পড়ুন: শুল্ক নিয়ে বিপিসি-কাস্টমস টানাপোড়েন
তিনি আরও বলেন, ওই ব্যক্তি (দিনার) পরে কাস্টমস কর্মকর্তাদের হাত কেটে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় দুপুর ২টা থেকে পাসপোর্ট শাখার সব কার্যক্রম একঘণ্টা বন্ধ রাখা হয়। পরে থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম বলেন, বিকেলে হিলি কাস্টমস কর্মকর্তা দিনার নামের এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। ওই যুবকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মো. মাহাবুর রহমান/এএইচ/জেআইএম