সীমান্তে ভারত থেকে আসা ৫ গরুসহ নসিমনচালক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৫ জানুয়ারি ২০২৩

দিনাজপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে নিয়ে আসা পাঁচ ভারতীয় গরুসহ এক নসিমনচালককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলার বারাই হাট ছয়পুকুর এলাকার থেকে গরুসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নসিমনচালকের নাম কামরুজ্জামান (৩০)। তিনি ফুলবাড়ী উপজেলার দক্ষিণপাড়া এলাকার রইছ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: পাটগ্রাম সীমান্তে ১৭টি ভারতীয় গরু আটক

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিত্তিতে দুপুর ১২টার সময় উপজেলার বারাইহাট ছয়পুকুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাঁচটি ভারতীয় গরুসহ চালক কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। গরুগুলো কাস্টমসে জমা দেওয়া হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

এমদাদুল হক মিলন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।