গণহত্যা নিয়ে সংশয়কারীরা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ১৯৭১ সালের গণহত্যার সংখ্যা নিয়ে যারা সংশয় প্রকাশ করেন তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। তারা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে ছোট করে দেখতে চান।

রোববার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

দীপু মনি বলেন, গণহত্যা জাদুঘরের বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম হলো গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের ‘পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং (পিজিটি)’ কোর্সের ব্যবস্থা। যা শুধু মুক্তিযোদ্ধা বিষয়ক ট্রেনিং দেওয়াই নয় বরং নতুন মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষকের সৃষ্টি করে।

jagonews24

আরও পড়ুন: একাত্তর-পঁচাত্তরের হত্যাকারীরা আবারও মাঠে নেমেছে: শিক্ষামন্ত্রী 

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা গণহত্যা জাদুঘরের সভাপতি ড. মুনতাসীর মামুন, নবম পিজিটি কোর্সের পরিচালক অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস, শিক্ষা বোর্ডের সচিব জহির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।