হিলিতে ভারতীয় ট্রাক থেকে মদ উদ্ধার, চালক আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় পণ্য বোঝাই একটি ট্রাক থেকে ২৩ বোতল মদ উদ্ধার করেছে কাস্টমস। এ ঘটনায় ট্রাকচালক গৌতম রায়কে আটক করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে বন্দরের পানামা পোটের ভেতর থেকে এগুলো উদ্ধার করা হয়।

গৌতম রায়ের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার বোল্লা গ্রামে। হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের উপ কমিশনার বায়োজিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকের কেবিন থেকে ২৩ বোতল মদসহ চালককে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।