হিলিতে ভারতীয় ট্রাক থেকে মদ উদ্ধার, চালক আটক
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় পণ্য বোঝাই একটি ট্রাক থেকে ২৩ বোতল মদ উদ্ধার করেছে কাস্টমস। এ ঘটনায় ট্রাকচালক গৌতম রায়কে আটক করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে বন্দরের পানামা পোটের ভেতর থেকে এগুলো উদ্ধার করা হয়।
গৌতম রায়ের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার বোল্লা গ্রামে। হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের উপ কমিশনার বায়োজিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকের কেবিন থেকে ২৩ বোতল মদসহ চালককে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস