বিরামপুরে লুট হওয়া ধান কুষ্টিয়ায় উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে বিরামপুর থেকে লুট হওয়া ২৬০ বস্তা ধান কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তথ্য প্রযুক্তি ব্যবহার পুলিশ ধানগুলো উদ্ধার করে।

এর আগে ১৫ জানুয়ারি বিরামপুর উপজেলার কেটরা হাট মেসার্স মুহিত হাসান এন্টারপ্রাইজ এবং আয়ড়া মোড়ের মো. নজরুল ইসলামের ঘর হতে ধানগুলো লুট হয়।

আরও পড়ুন: ভাসছে হাওর, ধান উৎপাদন কমবে ২৫ শতাংশ 

jagonews24

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ১৫ জানুয়ারি দুপুর ২টার দিকে উপজেলার কেটরা হাট মেসার্স মুহিত হাসান এন্টারপ্রাইজ এবং আয়ড়া মোড়ে মো. নজরুল ইসলামের ঘর হতে ২৬০ বস্তা ধান লোড দিয়ে দিনাজপুর মেসার্স দরদি অটোরাইস মিল পুলহাটে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ধান লুটের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চালানো হয়। পরে প্রযুক্তি ব্যবহার করে কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ধান বোঝাই ট্রাকটি উদ্ধার করা হয়। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।