টাঙ্গাইলে দিনব্যাপী চাকরি মেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৫ জানুয়ারি ২০২৩

টাঙ্গাইলে চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের মেলায় প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক এ ওয়াই এম জিয়াউদ্দীন আল মামুন।

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী বি এম আমিনুল ইসলামের সভাপতিত্বে মেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও যোগাযোগ প্রযুক্তি) আব্দুর রহিম সুজন, বিডি জবস লিমিটেডের এজিএম প্রোগ্রাম মোহাম্মদ আলী ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগীয় প্রধান ও চাকরি মেলার আহ্বায়ক আনোয়ার হোসাইন জানান, মূলত কারিগরি শিক্ষায় শিক্ষিত ছেলে-মেয়েরা এ মেলার মাধ্যমে চাকরির সুযোগ পাচ্ছেন। এর আগে ২০১৮ সালে প্রথম চাকরি মেলার আয়োজন করা হয়। সেবার ১৫টি স্টল স্থান পেয়েছিল। ৩০০ আবেদনের প্রেক্ষিতে ৪২ জনের চাকরি হয়। মাঝে করোনার কারণে এ মেলা অনুষ্ঠিত হয়নি। সরকারের নির্দেশনা রয়েছে প্রতিবছর এ চাকরি মেলা আয়োজনের।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।