পদ্মা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফাইল ছবি
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়াঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নদীতে তারা ভাসমান মরদেহ দেখতে পেয়ে দৌলতদিয়া নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
দৌলতদিয়াঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে ওই ব্যক্তিকে ৮-১০ দিন আগে হত্যা করে নদীতে ফেলা হয়েছে। তার বয়স আনুমানিক বয়স ৩৬ হতে পারে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রুবেলুর রহমান/এমআরআর/এএসএম