ভৈরবে ইয়াবাসহ কারবারি আটক

কিশোরগঞ্জের ভৈরবে এক হাজার ৬৭০ পিস ইয়াবাসহ বাধন বর্মন (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব বাজার লালপুর নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি ভৈরব পৌর শহরের চন্ডিবের পুলতাকান্দা এলাকার মৃত সত্ত্ব বর্মনের ছেলে।
আরও পড়ুন: গাঁজা-ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ভৈরব বাজার লালপুর নৌকাঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে মাদক কারবারি বাঁধন বর্মনকে আটক করে। পরে তাকে তল্লাশি করে এক হাজার ৬৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ বিষয়ে ভৈরব র্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী বলেন, আটক বাধন বর্মন দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবা এনে বিক্রি করতেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাজীবুল হাসান/জেএস/