প্রধানমন্ত্রীর জনসভা
মঞ্চে জায়গা না পেয়ে রাস্তায় প্রবীণ আ’লীগ নেতারা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চে জায়গা না পেয়ে রাস্তায় অবস্থান করছেন জেলার প্রবীণ কয়েকজন আওয়ামী লীগ নেতা। রোববার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঐতিহাসিক মাদরাসা মাঠের পাশের রাস্তায় তারা অবস্থান নিয়েছেন।
তারা হলেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, চারঘাট-বাঘা আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রায়হানুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগ উপদেষ্টা আতাউর রহমান, প্রবীণ আওয়ামী লীগে নেতা বদরুজ্জামান রবু মিয়া প্রমুখ।
তাদের দাবি- যোগ্যতা থাকার পরও তাদের জনসভা মঞ্চে জায়গা হয়নি। বাধ্য হয়েই তারা এখন রাস্তায় অবস্থান নিয়েছেন। তাদের মতোই জেলা আওয়ামী লীগের সাবেক ও প্রবীণ ১০-১৫ জন নেতার মঞ্চে জায়গা হয়নি। তারা মাঠে সাধারণ মানুষের সঙ্গে কষ্ট করে অবস্থান করছেন।
আরও পড়ুন: চার ধর্মগ্রন্থ পাঠে রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা শুরু
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা চলছে। দুপুর আড়াইটার দিকে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল।
আরও পড়ুন: রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল কানায় কানায় পূর্ণ
এদিকে, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীজুড়ে কয়েক ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনসভা শেষে আজই ঢাকায় ফিরবেন শেখ হাসিনা।
সাখাওয়াত হোসেন/এএএইচ/জেআইএম