মঞ্চে না দেখে আসাদকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী

মঞ্চে জায়গা না পেয়ে সড়কে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শোনেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ কয়েকজন প্রবীণ নেতা। বক্তব্য শেষে আসাদকে মঞ্চে না দেখে খোঁজ নেন শেখ হাসিনা। পরে তাকে মঞ্চে ডেকে কিছুক্ষণ কথা বলেন।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর রাজশাহীর জনসভা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন আসাদুজ্জামান আসাদ। সেখানে তিনি লিখেন ‘কৃতজ্ঞতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপা।’
আরও পড়ুন: বাংলার মানুষের কথা ভেবেই দেশে এসেছি, পালাতে নয়: প্রধানমন্ত্রী
দলীয় একাধিক নেতা জানান, জনসভার মঞ্চে ওঠার পরপরই প্রধানমন্ত্রী আসাদুজ্জামান আসাদের খোঁজ করেন। স্থানীয় নেতাদের মাধ্যমে আসাদকে মঞ্চে ডেকে পাঠান। মোবাইলে এ তথ্য পেয়ে মঞ্চে ছুটে যান আসাদ।
তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি আসাদ। প্রধানমন্ত্রীর সঙ্গে তার কী কথা হয়েছে সেটিও বলতে চাননি।
আরও পড়ুন: পালাবো না, প্রয়োজনে ফখরুল-টুকুর বাড়িতে উঠবো: কাদের
এর আগে রোববার দুপুরে মঞ্চে ওঠার পাস না পেয়ে আসাদুজ্জামান আসাদসহ জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা সড়কে অবস্থান নেন। দুপুর দেড়টার দিকে মাদরাসা মাঠের পাশের একটি সড়কে অবস্থান নেন রাজশাহীর চারঘাট-বাঘা আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রায়হানুল হক, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য কাঁকনহাট পৌরসভার মেয়র আতাউর রহমান, প্রবীণ আওয়ামী লীগে নেতা বদরুজ্জামান রবুসহ বেশ কয়েকজন নেতা। যোগ্যতা থাকার পরও তাদের মঞ্চে জায়গা হয়নি। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় অবস্থান নেন।
সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস