বরগুনার অসহায়-দুস্থরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ৩১ জানুয়ারি ২০২৩

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম মশিউর রহমান শিহাব।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে বরগুনা-১ আসনের দুস্থ-অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বরগুনার অসহায়-দুস্থরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

অনুষ্ঠানে মশিউর রহমান শিহাব বলেন, দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। একজন মানুষও না খেয়ে থাকবে না, ঘরবাড়ি ছাড়া থাকবে না, শীতবস্ত্রহীন থাকবে না। এজন্যই প্রধানমন্ত্রীর ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আপনাদের কাছে শীতবস্ত্র নিয়ে এসেছি।

আরও পড়ুন: বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত অধিকাংশই শিশু

বরগুনা পৌর শহরের কালিবাড়ি এলাকার রিকশাচালক রাসেল বলেন, শিহাব ভাই শুধু শীতবস্ত্র নয় ঈদের সময় আমাদের জামা কাপড় দিয়েছেন।

বরগুনার অসহায়-দুস্থরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

মনসাতলী এলাকার সুমন শীল বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিহাব ভাই আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন এবং তা পেয়ে আমি অনেক খুশি।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।