বাঁশখালীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত এক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আজগর হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের গুনাগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর হোসেন বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মাইজপাড়ার শিব্বির আহমদের ছেলে।

রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির এসআই মোস্তফা কামাল বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিএনজি অটোরিকশায় চট্টগ্রাম যাচ্ছিলেন আজগর হোসেন। পথে গুনাগরী এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে আজগর গুরুতর আহত হন।

পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সিএনজি অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, বাঁশখালীর গুনাগরীতে সড়ক দুর্ঘটনায় আহত আজগরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

ইকবাল হোসেন /বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।