সাড়ে ৪ ঘণ্টা পর ভালুকায় সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩

ময়মনসিংহের ভালুকায় সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সাড়ে ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৪টার দিকে উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকার আরিফ কম্পোজিট স্পিনিং মিলের দোতলায় সুতার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাড়ে ৪ ঘণ্টা পর ভালুকায় সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় জেলার ত্রিশাল, শ্রীপুর, গফরগাঁও থেকে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট নিয়ে সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ হচ্ছে।

স্পিনিং মিলের ম্যানেজার আল ইমরান বলেন, কারখানার দোতলায় সুতার গোডাউনে আগুন লাগে। এসময় গোডাউনে কোনো শ্রমিক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

মঞ্জুরুল ইমলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।