বরই পাড়া নিয়ে দ্বন্দ্বে যুবক খুন: মরদেহ নিয়ে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

গাছের বরই পাড়াকে কেন্দ্র করে রাজশাহীতে নিজ বাড়ির সামনে ডিস কেবল কর্মচারী কাজেম আলী বিদ্যুৎকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহ নিয়ে নগরীর ছোটবন এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি চন্দ্রিমা থানা হয়ে ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী নিহত বিদ্যুতের মৃত্যুর ঘটনায় জড়িতদের ফাঁসি দাবি করেন।

এলাকাবাসীর ভাষ্যমতে, বৃহস্পতিবার দুপুরে নিহতের গাছে ঢিল ছুড়ে বরই পাড়ছিল কিছু কিশোর। বারবার ঢিল ঘরের চালে পড়ায় বিদুৎ তাদের নিষেধ করেন। এনিয়ে উচ্চবাচ্য হলে কিশোর আকাশ ও নাসিম মারধর করে বিদ্যুৎকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নাসিমকে গ্রেফতার করেছে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ।


সাখাওয়াত হোসেন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।